Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিজেপিতে যোগ তৃণমূলের বিদায়ী পাঁচ বিধায়ক-সহ একঝাঁক বিক্ষুব্ধ

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে। বিজেপিতে যোগ দিলেন জোড়া-ফুল শিবিরের বিদায়ী পাঁচ বিধায়ক। পদ্ম শিবিরে নাম লেখালেন সিঙ্গুরের বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের বিদায়ী বিধায়ক জটু লাহিড়ি, সাতগাছিয়ার বিদায়ী বিধায়ক সোনালি গুহ, বসিরহাট দক্ষিণের বিদায়ী বিধায়ক প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সাঁকরাইলের বিদায়ী বিধায়ক শীতল সর্দার।

- Sponsored -

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে মুকুল রায়, শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিলেন তাঁরা। তবে, এদিনের যোগদানে চমক দিয়েছেন সরলা মুর্মু। মালদার হবিবপুরের তৃণমূল প্রার্থী হয়েও সরলা বিজেপিতে যোগ দিয়েছেন এদিন। অন্যদিকে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর মতো মুখ যোগ দিলেন বিজেপিতে।

এদিন মালদা জেলা পরিষদও বিজেপির নিয়ন্ত্রণে এল। সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন জেলা পরিষদের ১৪ জন সদস্য। এর ফলে ৩৮ আসনের জেলা পরিষদের ২৩টি আসন বিজেপির দখলে এল। সঙ্গে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতিও এসেছে বিজেপির দখলে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.