‘বাংলায় হবে আসল পরিবর্তন’, ব্রিগেড থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
নিজস্ব সংবাদদাতা : বাংলার কুর্সি দখলের লড়াইয়ে উন্নয়নের থেকেও বড় লক্ষ্য ক্ষমতাহীন মমতা। সেই লক্ষ্য নিয়েই রবিবারের ব্রিগেড সমাবেশে নিজের ভাষণকে শাণিত করলেন নরেন্দ্র মোদি। তুললেন বাংলায় আসল পরিবর্তনের আওয়াজ। ‘দিদি’ সম্পর্কে বাংলার ধারণা তছনছ করে দিতে বললেন, ‘পরিবর্তনের নামে বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দিদি’। তৃণমূলের স্লোগান ‘বাংলা নিজের মেয়েকে চায়’-এর পাল্টা দিয়ে বললেন, ‘শুধু বাংলার দিদি কেন? আপনি তো গোটা ভারতের মেয়ে, আপনাকে সবাই দিদি ভেবেছিল, কিন্তু দিদি কেন শুধু একজনের পিসি হয়ে থেকে গেলেন?’
কলকাতা ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জীর ঐতিহাসিক জনসভার ঝলক। #ModirSatheBrigade pic.twitter.com/xNHmVhCtGD
— BJP Bengal (@BJP4Bengal) March 7, 2021
নন্দীগ্রামে মমতাকে হারাবেন বলে সভার শুরুতে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই হুমকিকে কটাক্ষের পর্যায়ে নিয়ে গিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ই-স্কুটি চেপে মমতার নবান্ন যাওয়াকে নন্দীগ্রামের সঙ্গে জুড়ে দিয়ে মোদি বললেন, ‘কিছু দিন আগে স্কুটি সামলাচ্ছিলেন দিদি। সবাই ভয় পাচ্ছিলেন, আপনি পড়ে গিয়ে আঘাত না পান। ভাগ্যিস পড়ে যাননি। নইলে যে রাজ্যে স্কুটি তৈরি হয়েছে, সেই রাজ্যকেই শত্রুতা বানিয়ে ফেলতেন। তাই ভাল হয়েছে পড়ে যাননি। কিন্তু ভবানীপুর যেতে যেতে নন্দীগ্রামের দিকে ঘুরে গেল কী করে স্কুটি? আমি চাই না আপনি পড়ে গিয়ে আঘাত পান। কিন্তু স্কুটি যখন নন্দীগ্রামেই গিয়ে পড়েছে, তখন আমরা আর কী করব।’
তৃণমূলের অপশাসন শেষ করে পরিবর্তন আনবে বিজেপি।
নির্ভীক হয়ে ভোট দিয়ে তৃণমূলকে উৎখাত করুন : শ্রী @narendramodi জী। #ModirSatheBrigade pic.twitter.com/Sosoq9LRGV— BJP Bengal (@BJP4Bengal) March 7, 2021
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূলের ছড়ানো পাঁকেই আজ বাংলায় পদ্ম গজিয়ে উঠেছে বলেও মন্তব্য করেন মোদি। তিনি বলেন, ‘কখনও আমাকে রাবণ, কখনও দৈত্য, কখনও গুন্ডা বলছেন দিদি। এত রাগ কেন দিদি? দিদিকে অনেক দিন ধরে চিনি। বামপন্থীদের বিরুদ্ধে লড়া দিদি এমন ছিলেন না’। ‘বহিরাগত’ তত্ত্বে ধার দিতে পরোক্ষভাবে প্রশান্ত কিশোরের ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘কিন্তু আজ দিদির রিমোট কন্ট্রোল অন্যের হাতে।’
Comments are closed.