Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড ভরাতে বহুমুখী প্রচারে বিজেপি

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা। সমাবেশকে ঐতিহাসিক অ্যাখ্যা দিতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার ব্রিগেডকে জনজোয়ারে ভাসিয়ে দিতে বহুমুখী প্রচারে বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী-সমর্থকরা। মোদির হাইভোল্টেজ সভায় রবিবার উপস্থিত থাকতে পারেন বলি-তারকা মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার-সহ অন্যান্যরা। থাকতে পারেন আজই বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদীও।

- Sponsored -

সূত্রের খবর, ট্রেন ভাড়া করে উত্তরবঙ্গ ও ভিন রাজ্য থেকেও লোক আনছে পদ্মশিবির। ব্রিগেডে যোগ দিতে হাওড়া ও শিয়ালদা স্টেশনের পাশাপাশি শহরতলী থেকে বিরাট মিছিল আসবে বলেই সূত্রের খবর।  ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে নেতা-কর্মী-সমর্থকেরা শহরে এসে পৌঁছতে শুরু করেছেন। শিয়ালদা, ধর্মতলা, হাওড়ার একাধিক হোটেল, ধর্মশালা বুক করা হয়েছে। এমনকী রাজ্যজুড়ে ২৫-৩০ হাজার বাস বুক করা হয়েছে বলেই খবর।

সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা কলকাতাজুড়ে। ড্রোন ক্যামেরার মাধ্যমে শুরু হয়েছে বিশেষ নজরদারি। হ্যাঙ্গার দিয়ে তৈরি হচ্ছে মূল মঞ্চ। মূল মঞ্চটি প্রস্থে ৪০ ফুট, দৈর্ঘ্যে ৭২ ফুটের। ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে মূল মঞ্চের আশেপাশের এলাকা। প্রতিটি সেক্টরে দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার। এছাড়াও থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। থাকবে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও। শনিবারই সভাস্থলে কুকুর নিয়ে তল্লাশি চালায় পুলিশ। নিরাপত্তার পাশাপাশি শহরের ট্রাফিকের দিকেও কড়া নজর রাখছে পুলিশ। বিশেষ পুলিশ কমিশনার দেবাশিস রায়ের নির্দেশ অনুযায়ী নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.