Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

শালবনিতে সুশান্ত ঘোষ, প্রাক্তন মন্ত্রীর জনসংযোগ কর্মসূচিতে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটে এসইউসিআই ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলই এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। দল প্রার্থী তালিকা ঘোষণা না করলেও জনসংযোগে খামতি রাখছেন না বিজেপি-তৃণমূল থেকে বাম নেতা-নেত্রীরা। এরই মাঝে শালবনি কেন্দ্রে জনসংযোগ সারলেন একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ।

বাম প্রার্থী তালিকা ঘোষণা না হলেও একরকম নিশ্চিত শালবনিতে দাঁড়াচ্ছেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। শুধুমাত্র দলীয় সূত্রে সবুজ সঙ্কেত পেয়েই শালবনির গ্রামে গ্রামে ঘোরা শুরু করে দিয়েছেন প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী।

- Sponsored -

এদিন সুশান্ত ঘোষ দাবি করেন, ‘বামফ্রন্ট সরকার যখন ছিল তখনই একমাত্র উন্নয়ন হয়েছিল এই জঙ্গলমহল এলাকার। বর্তমান শাসকদল কিছুই করেনি এলাকাবাসীদের জন্য। আমি আবার এসেছি আপনাদের সঙ্গে সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে।’

এদিকে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে সুশান্ত ঘোষের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভিডিওয় দেখা যাচ্ছে শালবনির গ্রামে দাঁড়িয়ে সুশান্ত ঘোষ কয়েকজন মহিলাকে বলছেন, ‘মাওবাদীরা জানে সুশান্ত ঘোষ কে। তৃণমূল আর বিজেপির বাপ-ঠাকুরদাও জানে সুশান্ত ঘোষ কে। এতদিন যা করেছে করেছে, আমি ছিলাম না– তাই মানুষের পাশে দাঁড়াতে পারিনি। এখন কারও গায়ে যদি হাত পড়ে সোজা গাঁয়ে যাব, যার ক্ষমতা হবে গায়ে হাত দেওয়ার সোজা ঘর থেকে তুলে নিয়ে এসে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.