অর্থনীতিকে চাঙ্গা করতে ভারত পেট্রোলিয়াম বেসরকারিকরণের পথে কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ফের বেসরকারিকরণের পথে কেন্দ্র। সরকারি কোষাগার ভরতে এবার ভারত পেট্রোলিয়াম কার্পোরেশন লিমিটেড (BPCL) বিলগ্নিকরণ করার সিদ্ধান্ত মোদি সরকারের। লোকসানে চলা রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির জন্য আর টাকা ঢালতে রাজি নয় কেন্দ্র। ফলে রীতিমতো ধুঁকতে থাকা একাধিক রাষ্ট্রায়ত্ব সংস্থা ও ব্যাঙ্ক যে বেসরকারি হাতে যেতে চলেছে তা স্পষ্ট। সেই পথে হেঁটেই নুমলিগড় রিফাইনারি লিমিটেড তাদের ৬১.৬৫ শতাংশ অংশীদারিত্ব নয় হাজার আটশো পঁচাত্তর কোটি টাকায় বিক্রি করার অনুমতি দিয়েছে ভারত পেট্রোলিয়াম কার্পোরেশন লিমিটেড৷ বাজারে খবর চাউর হতেই শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে৷
Comments are closed.