ভোটের মুখে ফের মহার্ঘ রান্নার গ্যাস! এক ধাক্কায় বাড়ল ২৫ টাকা

নিজস্ব সংবাদদাতা : ফের ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। রবিবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের নতুন দাম কার্যকর হয়েছে। এ নিয়ে একমাসের মধ্যে চারবার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ডিসেম্বর মাস থেকে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা। আজ থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। অন্যদিকে দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮১৯ টাকা, মুম্বইয়ে ৮২৩ টাকা এবং চেন্নাইয়ে ৮৩৫ টাকা।
এক মাসে মোট চারবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁশেলে নাভিঃশ্বাস উঠেছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক জায়গায় চলে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এভাবে রান্নার গ্যাসের দাম বাড়তে থাকলে সংসারচালানো সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
রান্নার গ্যাসের পাশপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬৮১ টাকা ৫০ পয়সা।
Comments are closed.