দেশ থেকে দারিদ্র্য সম্পূর্ণ দূর হয়েছে, দাবি জিনপিংয়ের

নিজস্ব সংবাদদাতা : তাঁর দেশ থেকে দারিদ্র্য সম্পূর্ণ দূর হয়ে গিয়েছে বলে দাবি করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশের দারিদ্র দূরীকরণ অভিযানে যাঁরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তাঁদের পুরস্কৃতও করলেন জিনপিং। বেজিংয়ে গ্রেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে জিনপিং দাবি করেন, এত অল্প সময়ে কোনও দেশই কোটি কোটি লোককে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসতে পারেনি। দেশের মানুষ যে অলৌকিক ঘটনার সৃষ্টি করেছে তা ইতিহাসে লেখা থাকবে। বিশ্বব্যাঙ্ক মানুষের দিনপ্রতি সর্বনিম্ন আয় স্থির করেছে ১.৯০ মার্কিন ডলার। কিন্তু চিনে জনপ্রতি প্রতিদিনের আয় এখন ২.৩০ মার্কিন ডলার। যা বিশ্ব ব্যাঙ্কের বেঁধে দেওয়া আয়ের পরিমাণ থেকে সামান্য বেশি।
রাতারাতি কীভাবে চিন তার দারিদ্র্যের সমস্যা কাটিয়ে উঠল তা নিয়ে সর্বত্রই প্রশ্ন উঠছে। জিনপিং-এর নেতৃত্বে গত আট বছরে প্রায় ১০ কোটি লোককে দারিদ্র্য মুক্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে কীভাবে এটা সম্ভব হয়েছে সে বিষয়ে জিনপিং বা তাঁর প্রশাসনের কেউই মুখ খোলেননি।
Comments are closed.