‘কাকে সুবিধা করে দিতে এত দফা?’ প্রশ্ন ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচনে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাসভবনে তিনি বলেন, প্রশ্ন উঠছে বিহারে তিন দফায় নির্বাচন হলে পশ্চিমবঙ্গে আট দফায় কেন। সরাসরি এই প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও প্রশ্ন, ‘কাকে সুবিধা করে দিতে এত দফা?’ নাম না করে কমিশনের এই সিদ্ধান্তেও বিজেপির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো। অভিযোগ, বাংলার নির্বাচনে কমিশনের তরফে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের যে তালিকা তিনি বিজেপি পার্টি অফিসে দেখেছিলেন, সেটাই আজ প্রকাশ্যে এল।
আট দফায় নির্বাচনের ঘোষণায় মমতার হুঙ্কার, ‘আমি কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করি। কিন্তু একদিনে এক একটা জেলার অর্ধেক আসনে ভোটগ্রহণ করানো হচ্ছে কেন? তাতেও আপনাদের হারিয়ে ভূত করে দেব। খেলা হবে ৮ দফায়। এর জবাব বাংলার মানুষ দেবে। বহিরাগত গুন্ডারা বাংলা শাসন করবে না। বাংলার মানুষ বাংলা শাসন করবে।’
Comments are closed.