Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ফের ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে কেন্দ্র, সরব বিরোধীরা

নিজস্ব সংবাদদাতা: ফের রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে কেন্দ্র। যদিও অর্থ বাজেট পেশের সময়ই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চারটি ব্যাঙ্ককে বেসরকারি করতে চাইছে কেন্দ্র। সেই তালিকায় আছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক। এখনই এই চারটি ব্যাঙ্ক একসঙ্গে বেসরকারি হবে না। জানা যাচ্ছে, তালিকাভুক্ত এই চারটি ব্যাঙ্কের মধ্যে ২টি ব্যাঙ্ক বেসরকারি হবে ২০২১-২২ অর্থবর্ষেই। স্বাভাবিকভাবেই এ নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের দিন থেকেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। বিরোধীদের বক্তব্য, দেশকে বিক্রি করে দেওয়ার জন্যই একের পর এক দেশ বিরোধী, জন বিরোধী নীতি চাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

- Sponsored -

২০২১ এই এরাজ্যে বিধানসভা নির্বাচন। তৃণমূল-বিজেপি যুযুধান দুই পক্ষই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় থাকতে কেন্দ্র সরকারের একাধিক নীতি নিয়ে সুর উঁচু করতে নামতে প্রস্তুত হচ্ছে তৃণমূলও।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.