‘অন্তরাত্মা’র ডাকে তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী, বিজেপি যোগের ইঙ্গিত
নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় বলতে উঠে ভাষণের মাঝেই নাটকীয়ভাবে পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। পরে সংসদ থেকে বেরিয়ে তিনি বলেন, দলের রাশ কর্পোরেট সংস্থা আর অযোগ্য নেতৃত্বের হাতে চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর দলের রাশ নেই।
রাজ্যসভায় দাঁড়িয়ে বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ বলেন, ‘‘আমার রাজ্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা ঘটছে। অথচ আমরা কিছু বলতে পারছি না। আমি রবীন্দ্রনাথ, নেতাজির ভূমি থেকে আসা মানুষ। তাই এটা আমি আর দেখতে পারছি না। আমি একটি দলে আছি। তাই দলের শৃঙ্খলা মেনে চলতে হচ্ছে। কিন্তু আমার দমবন্ধ হয়ে আসছে। এর চেয়ে ইস্তফা দিয়ে বাংলায় গিয়ে কাজ করা ভাল।’’
এদিন দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘‘আমি আমার অন্তরের ডাক শুনেছি। সকলকেই কখনও না কখনও অন্তরাত্মার ডাক শুনতে হয়।’’
বর্ষীয়ান সাংসদের আচমকা পদত্যাগে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। তাঁর পদ্ম পতাকা হাতে তোলা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকেই।
তৃণমূলের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পরই টুইটার হ্যান্ডেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরালেন দীনেশ ত্রিবেদী। সেই জায়গায় স্বামী বিবেকানন্দের ছবি লাগালেন তিনি।
Comments are closed.