‘ভ্যাকসিনপর্ব শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ’, ঠাকুরনগরে ঘোষণা অমিত শাহের
নিজস্ব সংবাদদাতা: করোনা ভ্যাকসিনপর্ব শেষ হলেই শুরু হবে নাগরিকত্ব (CAA) দেওয়ার কাজ। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে এসে মতুয়াদের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মতুয়াদের মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “আমরা সিএএ নিয়ে এসেছি। করোনার জন্য সিএএ পিছিয়ে গেছে। ভ্যাকসিন দেওয়ার পর্ব শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। বিরোধী রাজনৈতিক দল নাগরিকত্ব বিষয়ে ভয় দেখাচ্ছে। সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে মতুয়া আর মুসলিমদের। এই আইনে কারও নাগরিকত্ব যাবে না।”
Grateful to our sisters and brothers of Matua community for this unprecedented support.
Few more pictures from Thakurnagar rally. #PoribortonInBengal pic.twitter.com/1a0Dpn00tB
— Amit Shah (@AmitShah) February 11, 2021
পাশাপাশি বাম আমল থেকে চলে আসা মতুয়াদের বঞ্চনা নিয়েও তোপ দাগেন অমিত শাহ। তিনি বলেন, “রাজ্যে বিজেপি আসলেই মতুয়াদের প্রতি বঞ্চনার অবসান ঘটাবে। মতুয়া সম্প্রদায় সত্তর বছর ধরে অবহেলিত। এপ্রিলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না। বিজেপি সোনার বাংলা গড়বে।”
LIVE : HM Shri @AmitShah addresses public meeting in Thakurnagar, West Bengal.
Watch : https://t.co/3cStwxXOtB
— BJP Bengal (@BJP4Bengal) February 11, 2021
এদিন ঠাকুরনগরের সভা থেকে মতুয়াদের মন জয় করতে ঠাকুরনগর স্টেশনের নাম বদলের কথাও ঘোষণা করেন শাহ। তিনি বলেন, “ঠাকুরনগর স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুরনগর করতে চায় বিজেপি। দুই মাস পরে বিজেপির সরকার গঠনের পর সাত দিনের মধ্যে মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব রেল মন্ত্রককে পাঠাবেন।”
Comments are closed.