‘জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করেছিলাম’! উত্তরাখণ্ডের ঘটনায় বিস্ফোরক উমা ভারতী

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ জলোচ্ছ্বাসের জেরে মানচিত্র থেকে ‘ধুয়ে মুছে সাফ’ তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের একটি বড় অংশ। প্রাথমিক নজরদারি চালানোর পর ভারতীয় বিমান বাহিনী সূত্রে এমনটাই খবর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তপোবন জলবিদ্যুৎ প্রকল্প।
এদিকে উত্তরাখণ্ডে প্রলয়ের পর বিস্ফোরক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। ট্যুইটে তাঁর অভিযোগ, “আমি মন্ত্রী থাকাকালীন হিমালয় উপত্যকার গঙ্গায় বাঁধ তৈরি নিয়ে হলফনামা জমা করেছিলাম। সেই হলফনামায় মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, হিমালয় উপত্যকা খুব স্পর্শকাতর এলাকা। পাশাপাশি, গঙ্গা ও তার মূল শাখা নদীগুলির উপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে নিষেধ করেছিলাম।”
इस सम्बन्ध में मैंने जब मै मंत्री थी तब अपने मंत्रालय के तरफ़ से हिमालय उत्तराखंड के बांधो के बारे में जो ऐफ़िडेविट दिया था उसमें यही आग्रह किया था की हिमालय एक बहुत संवेदनशील स्थान है इसलिये गंगा एवं उसकी मुख्य सहायक नदियों पर पावर प्रोजेक्ट नही बनने चाहिएँ
— Uma Bharti (@umasribharti) February 7, 2021
ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে, ইতিমধ্যেই উদ্ধার ১০টি দেহ। এখনও নিখোঁজ ২০০ জন। আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ টিম উদ্ধারকার্য চালাচ্ছে। পাশাপাশি নৌ ও সেনাবাহিনীও উদ্ধারকার্যে রয়েছে। ঋষিগঙ্গার আড়াই কিলোমিটার টানেলে যারা কাজ করছিলেন, তাদের মধ্যে ২২ জন এখনও নিখোঁজ। নিজের রাজ্যের বাসিন্দাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর বার্তা ঋষভ পন্থের। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে পাওয়া ম্যাচ ফি পুরোপুরি দান করার কথা ঘোষণাও করলেন তিনি।
Comments are closed.