মনমোহনী কৃষি সংস্কার তিনিই করছেন! রাজ্যসভায় বিরোধীদের বিঁধলেন মোদি

নিজস্ব সংবাদদাতা: “কৃষকরা যাতে ফসলের সর্বোচ্চ দাম পায়, তা নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজন। এই কথা একদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন। এখন তিনিই নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে।” সোমবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদাহরণ তুলে ধরে কার্যত তুলোধোনা করলেন বিরোধীদের। একইসঙ্গে আন্দোলনকারীদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা আন্দোলন তুলে নিন। আসুন, একসঙ্গে বসে বিষয়টা নিয়ে আলোচনা করি।”প্রধানমন্ত্রীর এই বার্তা শুনে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ)-এর জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, এমএসপি আছে, ছিল এবং থাকবে। কিন্তু তিনি একবারের জন্যও বলেননি এ নিয়ে আইন তৈরি করা হবে। দেশ শুধুমাত্র ভরসার উপর চলতে পারে না। আইন এবং সংবিধান রয়েছে।’’
এদিন শুধু কংগ্রেস নয়, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও তীব্র কটাক্ষ করেন তিনি। গণতন্ত্র নিয়ে তাঁর বক্তব্যের প্রতিবাদ করে প্রধানমন্ত্রী বলেন, “ডেরেকজির কথা শুনছিলাম। উনি বাক স্বাধীনতা, ভীতিপ্রদর্শনের মতো কঠিন কঠিন শব্দ ব্যবহার করছিলেন। আমি যখন ওনার কথা শুনছিলাম, তখন ভাবছিলাম যে উনি কি বাংলার বিষয়ে কথা বলছেন না দেশের বিষয়ে? তখন ভাবছিলাম, উনি তো ২৪ ঘণ্টাই এসব দেখছেন, শুনছেন, তাই হয়তো উনি এখানে ভুল করে বলে ফেলেছেন।”
পাশাপাশি বাংলায় কেন্দ্রীয় প্রকল্পগুলি কার্যকর না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন মোদি। তাঁর ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের কথাও উঠে আসে। তিনি বলেন, ‘এটা নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। তাঁর আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। অথচ তাঁকে আমরা ভুলে গিয়েছি।’
Comments are closed.