‘ফারমারস জেনোসাইড হ্যাশট্যাগ’! ট্যুইটার কর্তৃপক্ষকে নোটিশ কেন্দ্রীয় সরকারের

নিজস্ব সংবাদদাতা: ট্যুইটারের সঙ্গে এবার সরাসরি সংঘাতের পথে গেল কেন্দ্র। সরকারি নির্দেশ অমান্য করে ২৫০ অ্যাকাউন্ট সক্রিয় করার ঘটনায় নোটিশ পাঠানো হয়েছে ট্যুইটারকে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ (এ) ধারাটি ভঙ্গ করেছে ট্যুইটার কর্তৃপক্ষ বলে জানিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য কৃষকদের গণহত্যা সম্পর্কিত ‘ফারমারস জেনোসাইড হ্যাশট্যাগ’ ব্যবহার করে কেন্দ্রের তোপের মুখে পড়েছিল প্রায় ২৫০টি অ্যাকাউন্ট। ট্যুইটার কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সেই সিদ্ধান্ত মেনে নিলেও ১২ ঘণ্টার মধ্যেই আবার নিজেদের অবস্থান থেকে সরে আসায় কার্যত কেন্দ্রের রোষের মুখে পড়তে হয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তায় কৃষক গণহত্যা সংক্রান্ত যাবতীয় ট্যুইট বা হ্যাশট্যাগ, অ্যাকাউন্ট সরিয়ে ফেলার নির্দেশ মানতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, গণহত্যায় উস্কানি দেওয়া ট্যুইটার অ্যাকাউন্টগুলি আনব্লক করে দেওয়া আইন-শৃঙ্খলার সামনে বিপদ। এটি কোনওভাবে বাকস্বাধীনতা হতে পারে না।
Comments are closed.