‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট’, কেন্দ্রীয় বাজেটকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেট নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানিতে সেস বসানো নিয়ে মমতা এদিন কটাক্ষের সুরে বলেন, ‘অপেক্ষা করুন আবার দাম বাড়বে। ভেকধারী সরকারের ফেকধারী বাজেট।’
শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘জ্বালানিতে সেস বসিয়েছে। সেস আপনাদের শেষ করে দেবে। নীলকরের মতো, জিজিয়া করের মতো সেসের টাকা তুলে নিয়ে চলে যায় কেন্দ্র।’
It is anti-people budget. They always make false statements. India's first paperless budget sold almost every sector. There is nothing for the unorganized sector in the budget: West Bengal Chief Minister Mamata Banerjee pic.twitter.com/MqxGvDtAF8
— ANI (@ANI) February 1, 2021
কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত সড়ক নির্মাণের জন্য মোট ৬৭৫ কোটি টাকা বরাদ্দ করেছেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তোমরা আর কী করবে? সব কাজ তো আমরাই করে দিয়েছি। বাংলায় রাস্তা করতে এসেছে! সব রাস্তা আমরা করে দিয়েছি। আর যেগুলো হচ্ছে না, সেই রাস্তা নিয়ে তোমরা দেরি করছ। বাংলা কি হ্যাংলা? লজ্জা করে না বাংলাকে ছোট করতে?’
শিলিগুড়ির সভামঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এই সরকার সব বিক্রি করে দিচ্ছে। রেল, সেল, গেইল, বন্দর, এলআইসি সব বিক্রি করে দিচ্ছে। নোটবন্দির মতো ব্যাংকবন্দি করবে এবার। ব্যাংকে টাকা রাখবেন, দেখবেন, টাকা নেই। এবার দেশটাকেও বিক্রি করে দেবে। এদের বিশ্বাস করলে ঠকতেই হবে। কৃষক বিরোধী, জনবিরোধী বাজেট।’
Comments are closed.