স্বাস্থ্য সাথী প্রকল্প : বেসরকারি হাসপাতাল আধিকারিকদের সঙ্গে বৈঠক কলকাতা পুরসভার
নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্প নিয়ে শহর কলকাতার ৪২টি বেসরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল কলকাতা পুরসভা। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম ও মালা রায়-সহ অন্যান্যরা। হাসপাতালে আধিকারিকরা এবং অধিকর্তারা স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে তাঁদের মত পোষণ করেন এদিন। রাজ্য সরকারের এটি অভিনব উদ্যোগ বলেও জানান তাঁরা।
কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানান, ‘৫ লক্ষ টাকা বিমার পরিসর কিছুটা বাড়ানো হোক এবং সমস্ত রকম পরিষেবা পাওয়ার জন্য সব বেসরকারি হাসপাতালকে যেন নিয়োজিত না করা হয়। সেই দাবিই করেছেন বেসরকারির হাসপাতালগুলি। সে ক্ষেত্রে তাঁদের বক্তব্য ইমার্জেন্সি ও ক্রিটিক্যাল কেসের জন্য সুপার স্পেশালিটি হাসপাতালগুলোকে যেন বিভাজন করে দেওয়া হয়।’
আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া জানিয়েছেন, ‘রাজ্য সরকার আমাদের কথা মন দিয়ে শুনছেন। আগামী দিনে আরও বৈঠক হবে। স্বাস্থ্য সাথী প্রকল্পে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সি গ্রেডের হাসপাতালের মধ্যে বিভাজন করে দেওয়া উচিত। তার ফলে নরমাল অপারেশন এবং ছোটখাটো অপারেশনের ক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে।’
Comments are closed.