Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘মাননীয়া নেত্রী মায়ের মতো’, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা: মন্ত্রিত্ব ছেড়েছিলেন ২১ জানুয়ারি। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্রটি জমা দিলেন ডোমজুড়ের বিধায়ক। স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময় বিধানসভায় তাঁর নিজের ঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বেরিয়ে এলেন প্রাক্তন বনমন্ত্রী। ছবিটি নিজের সঙ্গে এ দিন নিয়ে গেলেন তিনি৷ রাজীব বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ছবিটি ধরেই জানান, ‘আমি আগেও বলেছি, আমার দলনেত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ৷ আজকেও মাননীয়া নেত্রী আমার কাছে মায়ের মতো৷ তিনি আমায় সুযোগ করে দিয়েছেন, তাঁর ছবি আমার মাথার পিছনে থাকত৷ এখনও তাঁর ছবি আমার সাথেই থাকবে৷’’

- Sponsored -

বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘এখনও পর্যন্ত আমি দলের সদস্য। আমি বিধায়ক পদ ত্যাগ করলাম। তবে এটাও ঠিক। একটা মানসিক প্রস্তুতির দরকার ছিল। সেই মানসিক প্রস্তুতিটা আমি দীর্ঘ সময় ধরে নিয়েছি। মন্ত্রিসভার ত্যাগ করার পরেও আমি কোনও সিদ্ধান্ত নিইনি। আমি সাতদিন অপেক্ষা করেছিলাম। আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি।’’

তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন ডোমজুড়ের বিধায়ক? এই প্রশ্নের উত্তরে রাজীব জানান, ‘‘আমি মনে করি, সংসদীয় গণতন্ত্রে মানুষের জন্য কাজ করতে গেলে একটি কোনও রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকতে হবে। কারণ সংসদীয় গণতন্ত্রে নির্দল হয়ে মানুষের বৃহত্তর স্বার্থে কাজ করা যায় না। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত আগামিকাল আপনাদের জানাব।’’

সূত্রের খবর, আগামী রবিবারই হাওড়ার ডোমজুড়ে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া, বিজেপিতে যোগ দিচ্ছেন হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, বালির বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া এবং উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.