‘চিন্তা করবেন না, আমরা ছিলাম, আছি, থাকব’, ‘জাগ্রত বাংলা’ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: ‘আগামী তিন বছরে ২৪ হাজার কনস্টেবেল এবং ২ হাজার ৪০০ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে।’ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘জাগ্রত বাংলা’ কর্মসূচিতে অংশ নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সমাজের মূল স্রোতে ফিরতে চাওয়া ৫২০ জন মাওবাদী ও ৬৮০ জন কেএলও জঙ্গির হাতে স্পেশ্যাল হোমগার্ড পদে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে উত্তরবঙ্গে ও জঙ্গলমহলে হাতির হানায় নিহতদের পরিজনকে পুলিশের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জঙ্গলমহল কাপের বিজয়ী ও রানার্সদেরও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠান মঞ্চ থেকে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা চিন্তা করবেন না, আমরা ছিলাম, আছি, থাকব।’ দক্ষতার বিচারে বাংলার পুলিশরা সেরা বলে পুলিশকর্মীদের আত্মহত্যা রুখতেও এদিন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘মন খারাপ হতেই পারে। মন খারাপ হলে রাস্তায় ঘুরে আসুন। গান শুনুন বা শিশুদের সঙ্গে সময় কাটান। মুহূর্তে মন ভাল হয়ে যাবে।’
এদিন রাজ্য পুলিশে একাধিক সংস্কার করেছে তাঁর সরকার বলেও জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগের থেকে লিভ কম্পেনসেশন বাড়ানো হয়েছে। হেলথ স্কিমের সুবিধাও দেওয়া হচ্ছে। পুলিশের জন্য লিভ কম্পেনসেশন পে আগে ছিল ৩০ দিন। সেটা ৫২ দিন করা হয়েছে। এখন সিভিকরা ভালো টাকা পাচ্ছেন। আস্তে আস্তে আরও করা হচ্ছে।’
নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে ফেক ভিডিয়ো নিয়ে পুলিশকর্মীদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘একটি ফেক ভিডিয়ো অনেক সময় গোষ্ঠী সংঘর্ষ লাগিয়ে দেয়। ফেক হোয়াটসঅ্যাপ গ্রুপ নানা রকম মেসেজ পাঠিয়েও অশান্তি ছড়ায়। এগুলি নজর রাখতে হবে। ৫০ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে কুৎসা করে দাঙ্গা করবে বলে। সেইসব আপনাদের রুখে দিতে হবে।”
Comments are closed.