Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা, আমারকার গর্ব’-র উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা ঝাড়গ্রামে

নিজস্ব সংবাদদাতা: ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”-র উদ্যোগে এবং কুলটিকরি বিবেকানন্দ সোশ্যাল অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি হাইস্কুল মাঠে। ব্লক ভিত্তিক এই প্রতিযোগিতায় সুবর্ণরৈখিক অববাহিকায় অবস্থিত চারটি দল যোগ দেয়।

- Sponsored -

প্রতিযোগিতায় অংশ নেয় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১, গোপীবল্লভপুর-২ ও সাঁকরাইল ব্লক। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যোগ দেয় কেশিয়াড়ি ব্লক। চল্লিশের বেশি বয়সি ফুটবলাররা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শুরুর আগে একটি বর্ণাঢ্য প্রভাতফেরি কুলটিকরি বাজার এলাকা পরিক্রমা করে‌ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মূল সময়ে খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গোপীবল্লভপুর-১ নং ব্লক ৪-৩ ব্যবধানে কেশিয়াড়ি ব্লককে পরাজিত করে।

এদিনের খেলায় খড়্গপুর আইআইটির অধ্যাপক ড. ভানুভূষণ খাটুয়া, কবি উপেন পাত্র, প্রাক্তন বিএলআরও প্রদীপ কুমার মাইতি, প্রাক্তন শিক্ষক সুবীর মণ্ডল, কবি খগেন জানা, কবি আশিস খুঁটিয়া, থানার আধিকারিক সজল সূর, সুবর্ণরেখা কলেজের অধ্যাপক সৌকত আলি শা, চিকিৎসক তন্ময় সেন, শিক্ষক মনোজ পাল, শিক্ষক মুরারী মোহন নায়েক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ম্যাচ, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককেও পুরস্কৃত করা হয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.