মহারাজের বুকে বসল আরও দু’টি স্টেন্ট, হাসপাতালে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে বসল আরও দু’টি স্টেন্ট। বৃহস্পতিবার বিকেলে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তারপরেই অ্যাপোলো হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠী এবং হৃদরোগ বিশেষজ্ঞ অশ্বিনী মেহতার তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের পর তাঁর হৃদযন্ত্রে বসানো হয়েছে দুটি স্টেন্ট। সৌরভের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত আইসিইউতে ১২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে সৌরভকে।
এদিন দুপুরে হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয় সৌরভকে। এ দিন দুপুর তিনটে থেকে শুরু হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠী, প্রখ্যাত কার্ডিওলজিস্ট অশ্বিনী মেহতা তত্ত্বাবধানে চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের নেতৃত্বে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয় সৌরভের বুকে।
অ্যাপোলো হাসপাতালে অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে এসে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় pic.twitter.com/bMaH6vUFDJ
— Bengal Fast (@bengal_fast) January 28, 2021
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে বিকেলেই অ্যাপোলো হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালেও সৌরভকে ফোন করে কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বলেন, “সৌরভের বুকে দুটো স্টেন্ট বসানো হয়েছে। সৌরভ ভাল আছে। অপারেশন সফল হয়েছে। সৌরভকে বেডে দেওয়া হয়েছে। আমি ওঁর সঙ্গে কথা বলেছি। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করি।”
Comments are closed.