কৃষক বিক্ষোভে ধুন্ধুমার দিল্লির রাজপথ, লালকেল্লায় উড়ল কৃষক সংগঠনের পতাকা

নিজস্ব সংবাদদাতা: ৭২তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথ ধুন্ধুমার। কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে রক্তাক্ত রাজধানীর রাজপথ। নিহত এক কৃষক। আহত হন পুলিশ কর্মীরা। পুলিশি বাধা পেরিয়ে লালকেল্লায় ঢুকে পড়ল বিক্ষোভকারীরা। লালকেল্লার মাথায় পতাকা লাগিয়ে দেন আন্দোলনরত কৃষকরা।
কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে ট্র্যাক্টর র্যালির ডাক দেয় দেশের অন্নদাতারা। ট্র্যাক্টর র্যালির আগে দিল্লির সিংঘু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে। পালটা লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ। সেন্ট্রাল দিল্লির আইটিও-তে পুলিশের বাস ভাঙচুরেরও অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে।
#WATCH A protestor hoists a flag from the ramparts of the Red Fort in Delhi#FarmLaws #RepublicDay pic.twitter.com/Mn6oeGLrxJ
— ANI (@ANI) January 26, 2021
এদিকে গুজব আটকাতে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতেই ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিংঘু , গাজিপুর, তিরকি অঞ্চলে। বন্ধ ২৫টিরও বেশি মেট্রো স্টেশন। বন্ধ করা হয়েছে কন্নট প্লেস।
একইসঙ্গে দিল্লির আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষকর্তারা। সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকে বলা হয়, ‘প্রজাতন্ত্র দিবসে কৃষকদের মিছিলে অভূতপূর্ব অংশগ্রহণে আমরা অভিভূত। তবে, যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটেছে, সেগুলির জন্য আমরা দুঃখিত ও হতাশ। অসামাজিক শান্তিপূর্ণ আন্দোলনে অনুপ্রবেশ করেছিল অনেক বহিরাগত। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের থেকে আমরা আমাদের আলাদা করতে চাই।’
Comments are closed.