একুশে বাংলার মসনদে মমতাই, উঠে এল জনমত সমীক্ষায়
নিজস্ব সংবাদদাতা: ২০২১ -এর নির্বাচনে ৪৩ শতাংশ আসন নিয়ে ফের পশ্চিমবঙ্গে জয়লাভের পথে তৃণমূল। ফলে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই তথ্য উঠে এল এবিপি নেটওয়ার্ক ও সি-ভোটার সার্ভের জনমত সমীক্ষায়।
সমীক্ষায় জানা গেছে, ৩৭.৫ শতাংশ ভোট পেয়ে প্রধান বিরোধী দলের তকমা পাবে বিজেপি। পাঁচ বছর আগে বাংলায় বিজেপি পেয়েছিল ১০.২ শতাংশ ভোট। এবার তা বৃদ্ধি পাবে প্রায় ২৭.৩ শতাংশ। তবে ২০১৯ সালের সপ্তদশ লোকসভা নির্বাচনে পাওয়া বিজেপির ভোট শতাংশের নিরিখে প্রায় আট শতাংশ কমে যাওয়ারও আভাস পাওয়া গিয়েছে।
২০১৬ সালের নিরিখে শতাংশের বিচারে তৃণমূলের ভোট কমতে পারে প্রায় ১.৯ শতাংশ। ২০১৬ সালে তৃণমূল পেয়েছিল ২১১টি আসন। সমীক্ষা অনুসারে ২০২১ সালে শাসক দলের আসন বেশ অনেকটাই কমতে পারে। ২০২১ সালে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১৫৪ থেকে ১৬২টি আসন। যেহেতু ম্যাজিক ফিগার ১৪৮, তাই জনমত সমীক্ষার নিরিখে একক সংখ্যাগরিষ্ঠ হয়েই ফের বাংলার মসনদে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে ২০১৬ সালের মতোই শোচনীয় অবস্থা হতে চলেছে বাম-কংগ্রেস জোটের। গত বিধানসভা নির্বাচনে জোট পেয়েছিল ৩২ শতাংশ ভোট। এবার তা প্রায় ২০.২ শতাংশ কমে ১১.৮ শতাংশে নেমে আসতে পারে বলেই জনমত সমীক্ষায় জানিয়েছে এবিপি নেটওয়ার্ক ও সি-ভোটার সার্ভে।
Comments are closed.