দুই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাফাই অভিযান মহিষাদলে
নিজস্ব সংবাদদাতা: হলদিয়ার দুই স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফিনিক্স পরিবার’ ও ‘জিওগ্ৰাফি গাইড সেন্টার’-এর উদ্যোগে রবিবার মহিষাদল গেঁওয়াখালি পিএইচই জলাধার এলাকায় প্লাস্টিক ও থার্মোকল সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। এই সাফাই অভিযানে অংশ নেয় দুই সংগঠনের সদস্য-সদস্যা ও ছাত্রছাত্রী মিলিয়ে মোট ৩৫ জন স্বেচ্ছাসেবক।
সারাবছর ধরে বিভিন্ন এলাকায় চারাগাছ রোপণ, বিভিন্ন কর্মসূচিতে চারাগাছ প্রদানের পাশাপাশি নানা ভাবে সাধারণ মানুষকে বছরভর পরিবেশ সচেতনতার বার্তা প্রদান করে এই দুই সংগঠন। উদ্যোক্তাদের পক্ষে মিন্টু দাস বলেন, “নতুন বছরের শুরুতে পিকনিক করতে এসে পর্যটকরা এই এলাকাটাকে প্রত্যেক বছর অপরিষ্কার করে চলে যান। তাই আমরা আজ পুরো জলাধার এলাকা সাফাই করলাম এবং এখান থেকে মোট ৩৫ বস্তা থার্মোকল, প্লাস্টিক সংগ্রহ করলাম। ভবিষ্যতে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্যই আমাদের এই কর্মসূচি।”
অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কথায়, তারা পড়াশোনার ফাঁকে এই ধরনের কাজে অংশ নিতে পেরে খুশি। তাদের আরও বক্তব্য হল, এই অসুস্থ পরিবেশকে সুস্থ করতে সকলকেই এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
Comments are closed.