‘বিজেপি বড় লোকের দল, তৃণমূল গরিবের দল’! বিজেপি ছেড়ে ‘ঘর ওয়াপসি’ শুভেন্দু ঘনিষ্ঠর
নিজস্ব সংবাদদাতা : বিজেপিতে মোহভঙ্গ। ফের তৃণমূলে ফিরলেন সদ্য দলত্যাগ করা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সিরাজ খান। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্রর উপস্থিতিতে ফিরলেন পুরনো দলে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন সিরাজ। নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরলেন বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানালেন সদ্য দলত্যাগী এই নেতা।
গত ২৫ নভেম্বর কোলাঘাটে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরাজ। আগামী কাল ১৮ জানুয়ারি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জনসভা। তার আগে অধিকারী পরিবার তথা বিজেপিকে ধাক্কা দেওয়ার লক্ষ্যেই সিরাজকে দলে ফেরানো হল বলে জানানো হয়েছে। তৃণমূলে ফিরে এসে সিরাজ খান সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘বিজেপিতে ভুল করে গিয়েছিলাম। ওটা বড় লোকের দল, তৃণমূল গরিবের দল। বুঝতে পেরে ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ করতে চাই।” পাশাপাশি সিরাজকে দলে ফিরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বলেন, ”কৈলাসজি ওঁকে ঘটা করে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঘটা করে ফিরিয়ে আনলাম।”
Comments are closed.