মাঘের শীতে কাবু বঙ্গবাসী! দক্ষিণবঙ্গের ৫ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব সংবাদদাতা : উত্তুরে হাওয়ার দাপটে জবুথবু রাজ্যবাসী। মাঘের শীতের তাণ্ডবে রীতিমতো ঘরবন্দি মানুষজন। হাড়–কাঁপানো শীতে সকালের দিকে পথঘাট থাকছে ফাঁকা। শুধু কলকাতাই নয়, কনকনে শীতে জবুথবু গোটা দক্ষিণবঙ্গই। প্রধানত শীতল উত্তুরে হাওয়াতে নামল পারদ। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৫ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহ চলবে।
এদিন পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৯ ডিগ্রি, বাঁকুড়া ৯.৯ ডিগ্রি, পানাগড়ে ৭.৬ ডিগ্রি, কৃষ্ণনগরে ৯.৮ ডিগ্রি এবং বীরভূমের শ্রীনিকেতন ৯.৩ সেলসিয়াস থাকায় রীতিমতো প্রবল শীতের হাত থেকে রেহাই পেতে গ্রামাঞ্চলে আগুন পোহাতে বসে পড়ছেন মানু্ষজন। বাইরে বের হতে হলে সঙ্গী হচ্ছে মাফলার, হনুমান টুপি, মোটা সোয়েটার আর গরম কাপড়। এদিকে কনকনে ঠান্ডার মাঝেই মঙ্গল ও বুধবার দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Comments are closed.