‘কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, দিলীপ ঘোষ গুন্ডা’! গঙ্গারামপুরের সভায় আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠের বিশাল জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নারদা কাণ্ডে টাকা নেওয়ার দৃশ্যের কথা উল্লেখ করে অভিষেক শুভেন্দু উদ্দেশে বলেন, ‘টিভিতে টাকার বান্ডিল নিতে আপনাকেই দেখেছিল মানুষ।’ পাশাপাশি অভিষেক বলেন, ‘আমাকে তোলাবাজ ভাইপো বলা হচ্ছে। কিন্তু তোলাবাজ তো আপনি।’ এদিন জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে অভিষেক বলেন, ‘টিভিতে টাকা নিতে কাকে দেখেছিলেন? কে টাকা নিয়েছিল?’ জনতা চেঁচিয়ে বলে, ‘শুভেন্দু অধিকারী’।
আজ গঙ্গারামপুর স্টেডিয়াম গ্রাউন্ডে সাংসদ @abhishekaitc জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে।দক্ষিণ দিনাজপুরের মাটি শান্তি, সম্প্রীতি,ঐক্যের কথা বলে।বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলায় উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ। pic.twitter.com/AB0MXMBOkC
— All India Trinamool Congress (@AITCofficial) January 7, 2021
পাশাপাশি সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে তোলাবাজ ভাইপো বলে আক্রমণ করছে। আমি বলছি, তোলাবাজির প্রমাণ দেখান।’ ‘বহিরাগত’ ইস্যুতেও এদিন যুব তৃণমূল সভাপতি বলেন, ‘দিল্লির নেতারা বহিরাগত। অমিত শাহ বহিরাগত। কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। দিলীপ ঘোষ গুন্ডা। আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। হিম্মত থাকলে আমার নামে মামলা করে দেখান। আমি কোর্টে লড়ে নেব। আমি বাঙালি, ব্রাহ্মণ সন্তান, আমাকে বলছে বহিরাগত! আর যাঁরা বাংলা বলতে, লিখতে, পড়তে পারে না, তাঁরা কী? দিল্লির নেতারা পরিচালনা করবেন দিনাজপুরকে, গঙ্গারামপুরকে? মনে রাখবেন, বাংলায় গুজরাতের তল্পিবাহকতা করবে না। বাংলার মানুষ রক্ত দেবে, প্রাণ দেবে, তবু মাথা নোয়াবে না। বাংলার মাথা নোয়ানোর অর্থ আপনাদের সকলের মাথা হেঁট হওয়া। আপনারা কি তা চান?”
Comments are closed.