দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিনকে ছাড়পত্র স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ প্যানেলের
নিজস্ব সংবাদদাতা: কোভিশল্ডের পর এবার ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল স্বাস্থ্য মন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ প্যানেল। তবে এই ছাড়পত্র দেওয়া হয়েছে ‘নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগ’-এর জন্য। এখন চূড়ান্ত ছাড়পত্র দেবে ‘ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া’ বা ডিসিজিআই।
কেন্দ্রীয় সরকারি সংস্থা আইসিএমআর ও হায়দরাবাদে ভারত বায়োটেক একযোগে এই টিকাটি তৈরি করেছে। গতকাল অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকাকে ছাড়পত্র দিয়েছিল বিশেষজ্ঞ কমিটি। ভারতে সেই টিকা নিয়ে এসেছে সেরাম ইনস্টিটিউট। এদিন ছাড়পত্র পেল দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন।
Comments are closed.