বেলুড় মঠে সারদা মায়ের জন্মোৎসব হবে যথাযোগ্য মর্যাদায়, সাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা
নিজস্ব সংবাদদাতা : আগামী ৫ জানুয়ারি মঙ্গলবার সারদা মায়ের জন্মোৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বেলুড় মঠে। তবে শুক্রবার কল্পতরু উৎসবের মতোই মায়ের উৎসবে ভক্ত ও সাধারণের প্রবেশাধিকার থাকবে না। একইভাবে আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ৩৭ তম যুব উৎসব পালিত হবে।
অন্যান্য বছর যুব উৎসবে প্রায় ১০ হাজার যুব ও ছাত্রী ওইদিন বেলুড় মঠে জমায়েত হলেও এবার বিবেকানন্দ সভাগৃহে সীমিত সংখ্যক অতিথি ও আলোচকের উপস্থিতিতে পালিত অনুষ্ঠান ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত হবে। ইউটিউব ও দূরদর্শনে প্রচারিত হবে। বেলুড় মঠে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ভক্তদের প্রবেশাধিকার বন্ধই থাকছে বলে এদিন জানান বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজি মহারাজ।
Comments are closed.