Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মেদিনীপুরে শুরু হচ্ছে তিনদিনের ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: ২০২১-এর শুরুতেই ‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে। নতুন বছরের শুরুতেই শীতের আমেজকে সঙ্গে নিয়ে বিগত বছরগুলির মতো পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরেও তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক অনুষ্ঠান। তিনদিনের এই অনুষ্ঠান শুরু হচ্ছে ১ জানুয়ারি শুক্রবার। চলবে ৩ জানুয়ারি রবিবার পর্যন্ত।

- Sponsored -

পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার জানান, “তিনদিনের এই অনুষ্ঠানে থাকছে সহায়ক দলগুলির তৈরি দ্রব্য সামগ্রীর প্রদর্শনী, হস্তশিল্পের প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর প্রদর্শনী এবং ‘উন্নয়নের পথে মানুষের সাথে’ শীর্ষক প্রদর্শনী।” পাশাপাশি অনন্যা মজুমদার আরও জানান, “মূল সাংস্কৃতিক মঞ্চে থাকছে তিনদিনব্যাপী স্থানীয় শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পী এবং কলকাতা থেকে আগত বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান।”

মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে তিন দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন শুক্রবার বিকাল সাড়ে তিনটায়। তিনদিনের এই অনুষ্ঠানে শুক্রবার কলকাতার শিল্পী সহজ মা ও অরিজিৎ চক্রবর্তীর অনুষ্ঠান রয়েছে। শনিবার কলকাতার শিল্পী সৌমিত্র রায় ও অস্মিতা করের অনুষ্ঠান রয়েছে। রবিবার রয়েছে কলকাতার শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় ও কলকাতার পরিবর্তন ব্যান্ডের অনুষ্ঠান। পাশাপাশি জেলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে ঝুমুর গান, ছৌ নৃত্য, পাইক নৃত্য, রায়বেশে নৃত্য, সাঁওতালি নৃত্য। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন জেলার শিল্পীরা এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা।থাকছে স্থানীয় আবৃত্তি, নৃত্য, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেবেন স্থানীয় ব্যান্ডগুলির শিল্পীরাও। কিছু একক অনুষ্ঠান যেমন রয়েছে তেমনি সমবেত অনুষ্ঠানও থাকছে। কোভিড সংক্রান্ত বিধি মেনেই তিন দিনের অনুষ্ঠান হবে। ইতিমধ্যে মেদিনীপুর কলেজ মাঠে মূল মঞ্চ তৈরি ও বিভিন্ন স্টল তৈরির কাজ প্রায় শেষের মুখে। ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় এই অনুষ্ঠানের প্রচারে যেমন হোর্ডিং দেওয়া হয়েছে, তেমনি হ্যান্ডবিল বিলি ও মাইক প্রচারের মাধ্যমে জনগণের কাছে এই অনুষ্ঠানের বার্তা পৌঁছে দিতে তৎপর হয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.