বিশেষভাবে সক্ষমদের পাশে ইচ্ছাশক্তি ফাউন্ডেশন
সপ্তর্ষি মণ্ডল
‘সকলের তরে সকলে আমরা। প্রত্যেকে মোরা পরের তরে।।’– এই চিন্তাধারা নিয়ে বারাকপুরের ‘ইচ্ছাশক্তি ফাউন্ডেশন’-এর সদস্যরা পৌঁছে যান রাজ্যের সেইসব স্থানে যেখানে একটু ভালোবাসার উত্তাপ পেতে চায় মানুষজন।
করোনা অতিমারীর মধ্যে গত ২৭ ডিসেম্বর, রবিবার ইচ্ছাশক্তির টিম পাড়ি দেয় ‘প্রত্যাশা হোম’-এ। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের ঠিক পাশের এই হোমে রয়েছেন ৩৫জন বিশেষভাবে সক্ষম মহিলা। যার মধ্যে অধিকাংশই ফুলের মতো মিষ্টি মেয়ে– যাদের বয়স ৬ থেকে ১৫ বছর।
ইচ্ছাশক্তি ফাউন্ডেশন ক্ষুদ্র সামর্থ্য নিয়ে প্রত্যাশা হোমের আশা, মুনিয়া, জাহানারা, বর্ষার সঙ্গে সারাটা দিন বেশ আনন্দেই কাটাল। ওদের হাতে তুলে দেওয়া হল কেক, বিস্কুট আর শীতবস্ত্রের সম্ভার। এছাড়াও সকল আবাসিকদের জন্য সামান্য মাংস-ভাতের আয়োজনও করে ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের অমিতাভ, সুব্রত, সাল্লু, চৈতালি, মনিউর, সুমনা, পিয়ালি। প্রত্যাশা হোমের মাদার শম্পাদি, শ্যামলীদি নিজেরাও শারীরিক প্রতিবন্ধী হয়ে কীভাবে জীবনযুদ্ধ চালিয়ে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সকলকে, তারই লড়াইয়ের গল্প চাক্ষুষ করলেন তাঁরা। ইচ্ছাশক্তির সদস্যদের এ অভিযান জারি থাকুক আগামীতেও।
Comments are closed.