কৃষি আইন নিয়ে বুধবার ফের কৃষকদের সঙ্গে বৈঠক কেন্দ্রের
নিজস্ব সংবাদদাতা : বুধবার আরও একদফা আলোচনার জন্য বিক্ষোভরত কৃষকদের আমন্ত্রণ জানাল কেন্দ্রীয় সরকার। কৃষকদের জানানো হয়েছে, বুধবার দুপুর ২টো নাগাদ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে তাঁদের সঙ্গে বৈঠক করবে সরকার। একইসঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে, কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে আগ্রহী কেন্দ্রীয় সরকার। এর আগে কেন্দ্রীয় সরকার ছয় দফা আলোচনার পরেও কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন কৃষকেরা। কৃষকদের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ইংরাজি নববর্ষের পরেই তাঁরা দেশব্যাপী আন্দোলনে নামবেন এবং এই নিয়ে দেশের মানুষকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এদিকে বুধবারের বৈঠকে খোলা মনে আলোচনা হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের আনা কৃষি আইনে প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী সকলেই কৃষকদের আশ্বাস দিলেও কৃষকেরা আইন বাতিলের পক্ষেই অনড়। তবে গত আলোচনার মতো এবারও যদি কৃষকেরা তিনটি কৃষি আইন প্রত্যাহারকেই প্রধান ইস্যু করে আলোচনায় যোগ দেয় তবে বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে বলে মত রাজনৈতিক মহলের।
Comments are closed.