করোনা আবহে এবার ভক্ত ছাড়াই কল্পতরু উৎসব
নিজস্ব সংবাদদাতা : নতুন বছরে কল্পতরু উৎসব পালিত হবে ভক্তদের বাইরে রেখে। করোনা আবহে এক বিজ্ঞপ্তিতে জানাল বেলুড় মঠ কর্তৃপক্ষ। আশ্রমের অনুরাগীদের সুরক্ষার জন্য সকলের প্রবেশেই নিষেধাজ্ঞা জারি করা হল কল্পতরু উৎসবে। ওইদিন বাড়িতে বাড়িতে উৎসব পালন করতেও অনুরোধ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।
পাশাপাশি ৭৪ বছরে এই প্রথমবার কল্পতরু উৎসবে বন্ধ থাকতে চলেছে কাশীপুর উদ্যানবাটী। করোনা পরিস্থিতির জেরে সমস্ত ভক্ত, দর্শনার্থীদের জন্য কল্পতরু উৎসবের সময় কাশীপুর উদ্যানবাটী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ। পয়লা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে উদ্যানবাটীর ফটক। অতি মহামারী সময় ভিড় এড়াতে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। ১৯৪৬ সাল থেকে কাশীপুর উদ্যানবাটীতে পালন হয়ে আসছে কল্পতরু উৎসব। ২০২২ সালে ৭৫ বছর পূর্ণ হবে। এর আগে কল্পতরু উৎসবে কখনও কাশীপুর উদ্যানবাটী বন্ধ রাখা হয়নি।
Comments are closed.