প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ঘোষণা মমতার, বিজ্ঞপ্তি জারি বুধবার

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার নবান্ন থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পর্ষদ নিয়োগের জন্য নোটিস জারি করবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, “প্রাথমিকের ১৬ হাজার ৫০০ শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে। ১০ জানুয়ারি থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে, চলবে ১৭ তারিখ অবধি৷”
মঙ্গলবার ক্যাবিনেট বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” আগামী ৩১ জানুয়ারি তৃতীয়বারের টেট নেওয়া হবে। টিচার এলিজিবিলিটি টেস্ট নেওয়া হবে অফলাইনে। এর আবেদন আড়াই লক্ষ জমা পড়েছে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, প্রাইমারি স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বদলি হবে সাবজেক্ট অনুযায়ী হবে। ইতিমধ্যে তার অর্ডার দেওয়া হয়েছে। ১০ হাজার ১৬৩ টি আবেদন এসেছিল। ৬ হাজার ৪৬৬ টি মঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Comments are closed.