অমিতের সভার পালটা সভা তৃণমূল নেত্রীর, র্যালিতে দুই লাখ মানুষের জমায়েতের চ্যালেঞ্জ অনুব্রতর

নিজস্ব সংবাদদাতা : বোলপুরেই এবার অমিত শাহের পালটা মিছিল করবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা ছাড়ার পরের দিনই নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে রোড শো। সেখানে কমপক্ষে ২ লক্ষ মানুষ যোগ দেবেন বলে আশাবাদী বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ২৮ তারিখ থেকে দু’দিনের সফরে বীরভূমে যাচ্ছেন মমতা। ২৮ ডিসেম্বর, সোমবার সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আর তার পরের দিন মঙ্গলবার থাকছে তাঁর নির্বাচনী জনসভা।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘আমি ২৮ তারিখে বীরভূম যাব। ২৮ তারিখে সেখানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক রয়েছে। দলের পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠকও করার কথা রয়েছে। ২৯ তারিখ দুপুরে র্যালি করব। কেষ্টরা ঠিক করবে। আমি বেলা দেড়টায় যাব। ওরা বোধহয় বেলা ১২টা থেকে জমায়েত করবে।’
উল্লেখ্য, রবিবার ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ। বোলপুরে বিশাল রোড শো–তে মানুষের উৎসাহ দেখে অমিত শাহ স্বীকার করেন তাঁর জীবনে তিনি এমন রোড শো দেখেননি। অমিত শাহ বলেন, ‘মমতাদিদির প্রতি বাংলার মানুষের যত ক্ষোভ রয়েছে তার প্রমাণ এই রোড শো।’ এবার সেই রোড শো-কে চ্যালেঞ্জ জানিয়ে পালটা র্যালি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
Comments are closed.