বোলপুরের মেগা রোড শো দেখে আপ্লুত অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা: রবিবার অমিত শাহর মেগা রোড শো দেখল বোলপুর। বিধানসভা ভোটের আগে এই রোড শো যথেষ্টই চ্যালেঞ্জ বিজেপি শিবিরের কাছে। দু’দিনের রাজ্য সফরে এসে এদিন বীরভূমের মাটিতে বোলপুরের ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত বিজেপির রোড শো হয়।
এদিন সকাল থেকেই অমিত শাহের রোড শো ঘিরে সাজ সাজ রব ছিল বোলপুরে। মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের ভিড় দেখে আপ্লুত অমিত শাহ। পালাবদলের ডাক দিয়ে এদিন অমিত শাহ বলেন, ‘আজ যা রোড শো দেখলাম, আমার রাজনৈতিক জীবনে কখনও দেখিনি। বাংলার মানুষ পরিবর্তন চাইছে।’
এদিন বোলপুরে পৌঁছে শান্তিনিকেতন ঘুরে দেখেন অমিত শাহ। ট্যুইট করে তিনি বলেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে কবিগুরুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তার চিন্তাভাবনা আমাদের আগামী প্রজন্মকে সর্বদাই অনুপ্রাণিত করবে।’
Comments are closed.