Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘দেশের গর্ব অমিত শাহ’, বিজেপিতে যোগ দিয়ে বললেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা : প্রত্যাশামতোই শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের জনসভার মঞ্চ থেকে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু। ডাক দিলেন ‘তোলাবাজ ভাইপো হঠাও’। শাসক দলে অভিষেকের নেতৃত্ব নিয়েই শুভেন্দুর সঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরোধ বলে শোনা গিয়েছিল।

- Sponsored -

এদিন বক্তৃতা দিতে উঠেই অমিত শাহকে ‘আমার দাদা’ বলে সম্ভাষণ করে বলেন, ‘দেশের গর্ব অমিত শাহ। তাঁর হাত ধরে এলাম বিজেপিতে। আমি সিঁড়ি দিয়ে উঠেছি। আমাকে বিশ্বাসঘাতক বলছে আজকে। আমি ক্ষমতার জন্য বিজেপিতে আসিনি। আমাকে পতাকা লাগাতে বললেও আমি তাই করব।’

এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার বিধায়ক তপশ্রী মণ্ডল, বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, বিধায়ক সৈকত পাঁজা, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ নেতা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.