মেদিনীপুরে বামপন্থী যুবদের সম্মেলন উপলক্ষে প্রীতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা: বামপন্থী যুবদের সম্মেলনকে সামনে রেখে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হল মেদিনীপুরে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তর্গত মেদিনীপুর শহর পূর্ব লোকাল কমিটির অন্তর্গত ইউনিট গুলির সম্মেলন শুরু হল সোমবার থেকে।
সোমবার শহরের ৩ নম্বর ওয়ার্ড ইউনিটের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হল দুটি প্রীতি ফুটবল ম্যাচে। তেঁতুলতলা মাঠে আয়োজিত এই ফুটবল ম্যাচ দুটির মধ্যে প্রথমে ম্যাচে পুরুষ ফুটবলে সভাপতি একাদশের সঙ্গে সম্পাদক একাদশের খেলায় সভাপতি একাদশ ১-০ গোলে ম্যাচ জয়লাভ করে। মারাদোনার স্মৃতিতে উৎসর্গীকৃত, দ্বিতীয় ফুটবল ম্যাচ তথা মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচে ক্যাপটেন লক্ষ্মী সায়গল একাদশ ২-১ গোলে শহিদ বীরাঙ্গনা প্রীতিলতা একাদশকে পরাজিত করে।
শহরের তেঁতুলতলা মাঠে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল রাফে, লোকাল কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী এবং লোকাল কমিটির অন্যতম সদস্য রাহুল চক্রবর্তী ও সৃজিতা দে বক্সী প্রমুখ। ম্যাচ দুটির পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক গৌতম চক্রবর্তী।
Comments are closed.