Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নাড্ডার কনভয়ে হামলায় কেন্দ্র-রাজ্য় সংঘাত! তিন আইপিএসকে ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

রমেন ঘোষ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘিরে কেন্দ্র-রাজ্য় সংঘাতে টানটান উত্তেজনা। নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য়ের তিন আইপিএস আধিকারিককে ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে, দক্ষিণবঙ্গ এডিজি রাজীব মিশ্র এবং ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ কুমারকে কেন্দ্রীয় ডেপুটেশনে কাজ করার জন্য ডেকে পাঠিয়েছে অমিত শাহের মন্ত্রক।

- Sponsored -

কেন্দ্রীয় সরকার এভাবে চিঠি দিয়ে রাজ্যের আইপিএস আধিকারিকদের রিপোর্ট করতে বলতে পারে না বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে সাংসদ সৌগত রায় বলেন, “আইপিএস আধিকারিকদের পোস্টিং হয়ে যাওয়ার পর রাজ্য ক্যাডার হিসেবেই তাঁরা কাজ করেন। পরে তাঁদের কেন্দ্রীয় ডেপুটেশনে নেওয়ার কথা জানালে, তাঁদের ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে রাজ্যের।” পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখে পুরো বিষয়কে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য, বুধবার দু’দিনের রাজ্য সফরে কলকাতায় পা রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভবানীপুরের একাধিক কর্মসূচির পর বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি সভাপতি। পথে শিরাকলে নাড্ডার কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করে বিজেপি। টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো এবং ছবিতে দেখা গিয়েছে, কনভয় লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হচ্ছে। তবে বুলেট প্রুফ গাড়িতে থাকায় জেপি নাড্ডার কোনও আঘাত লাগেনি। যদিও কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় আহত হন। সেদিনই সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং মুখ্যসচিব আলাপান বন্দ্যোপাধ্যায়কে ডেকে রিপোর্ট তলব করেন রাজ্যপাল।

এদিকে শুক্রবার রাজ্যপালের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি বীরেন্দ্রকে ডেকে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৪ ডিসেম্বর তাঁদের দিল্লিতে বেলা ১২.১৫টায় হাজিরা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় যোগ দিতে বলা হয়। সেই বৈঠকে ‘না’ যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজ্য়ের তিন আইপিএস আধিকারিককে ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.