মঙ্গলবারের দেশজোড়া কৃষক আন্দোলনকে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার দেশজুড়ে কৃষি আন্দোলনকে কেন্দ্র করে যে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি, তাকে সমর্থন করল তৃণমূল কংগ্রেস। সোমবার মেদিনীপুরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন কৃষকদের পাশেই রয়েছেন তিনি। মেদিনীপুরের নির্বাচনী সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘আমরা কৃষকদের পাশে ছিলাম আছি এবং থাকব। আমি কৃষিজীবী মানুষ ভুলিনি। আগামিকাল কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি। কিন্তু বনধ দলের নীতির পরিপন্থী। তাই বনধ সমর্থন করছি না। তবে কালকের আন্দোলনকে আমি সম্পূর্ণ সমর্থন করছি। কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে। হয় আইন প্রত্যাহার করো, নইলে ক্ষমতা ছাড়ো।’
মেদিনীপুর কলেজ মাঠ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা অতীত ভুলি না। নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম, কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব।’
উল্লেখ্য, কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে মঙ্গলবার থেকে ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি হবে আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসবে তৃণমূল। আগামী সপ্তাহে একই কর্মসূচি পালন করা হবে উত্তরবঙ্গেও।
Comments are closed.