প্রয়াত ‘মছলিবাবা’ মনু মুখোপাধ্যায়, শোকের ছায়া শিল্পী জগতে
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। রবিবার সকাল ৯.৩৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে। ট্যুইট করে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘থিয়েটার ও সিনেমার জগতের কিংবদন্তী অভিনেতা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে আহত হয়েছি। ২০১৫ সালে টেলি সম্মান পুরস্কার অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল তাঁকে। তাঁর পরিবার সহকর্মী ও অনুরাগীদের জানাই সমবেদনা।’
পরিবার সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। কোমরের সমস্যা থাকায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি।
মনু মুখোপাধ্যায় জন্ম ১৯৩০ সালের পয়লা মার্চ কলকাতার টালায়। জন্মসূত্রে সৌরেন্দ্রনাথ নাম হলেও ‘মনু’ নামেই পরিচিত হন অভিনয় জগতে। বাবার হাত ধরেই থিয়েটার জগতে প্রবেশ মনু মুখোপাধ্যায়ের। মঞ্চ থেকে সোনালি পর্দা– দাপটের সঙ্গে কাজ করে গেছেন তিনি। প্রথম জীবনে প্রম্পটার হিসেবে কাজ শুরু করেন বিশ্বরূপা থিয়েটারে। ‘ক্ষুধা’ নাটকে তাঁর অসামান্য অভিনয় দর্শকদের মুগ্ধ করে। ১৯৫৯ সালে মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবিতে প্রথম অভিনয়। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে ‘গণদেবতা’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘মৃগয়া’, ‘অশনিসংকেত’, ‘পাতালঘর’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘শ্বেত পাথরের থালা’, ‘প্রতিদান’ উল্লেখযোগ্য।
মনু মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য চরিত্রায়ণ সত্যজিৎ রায়ের “জয় বাবা ফেলুনাথ”-এ ‘মছলিবাবা’।
Comments are closed.