সময়সূচি ও ই-পাসে বদল, সোমবার থেকে আরও ছন্দে কলকাতা মেট্রো

নিজস্ব সংবাদদাতা : আগামী সোমবার ৭ ডিসেম্বর থেকে ছন্দে ফিরছে কলকাতা মেট্রো। ই-পাসের নিয়ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে মেট্রো চলাচলের সময়সূচি। পাশাপাশি সোমবার থেকেই বাড়তে চলেছে মেট্রো চলাচলের সংখ্যাও। বর্তমানে ১৯০টি মেট্রো চললেও সোমবার থেকে তা বেড়ে হবে ২০৪টি। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানো হচ্ছে। আগামী সোমবার কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে সকাল ৭টায় ছাড়বে প্রথম মেট্রো। শেষ ট্রেন পরিষেবা পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়।
এছাড়াও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিদিন সকাল ৭ টা থেকে সকাল ৮ টা এবং রাত ৮ টা রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত কোনও যাত্রীর ক্ষেত্রেই ই-পাস লাগবে না। বাকি সময় মেট্রোয় যাতায়াতের জন্য বাধ্যতামূলক ই-পাস। তবে এখনই টোকেন চালু করা হচ্ছে না বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
Comments are closed.