কেন্দ্রকে চরম হুঁশিয়ারি কৃষকদের, ৫ ডিসেম্বর দেশজুড়ে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারকে চরম সর্তকতা দিল কৃষক সংগঠন। প্রতিবাদী কৃষকরা জানিয়ে দিল আগামী বৃহস্পতিবার শেষ সুযোগ মোদি সরকারের কাছে। কোনও সমাধান যদি না মেলে তবে দেশজুড়ে আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কৃষকদের হুঁশিয়ারি সরকার দাবি না মানলে রাজধানীর অন্য রাস্তাও অবরোধ করে দেওয়া হবে। এরই পাশাপাশি আগামী ৫ ডিসেম্বর দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।
ক্রান্তিকারী কিষান ইউনিয়নের সভাপতি দর্শন পাল জানিয়েছেন, “বৃহস্পতিবারের বৈঠকে সমাধান না হলে আমাদের প্রতিবাদ যেমন চলছে, চলবে। সরকারের উচিত সংসদে বিশেষ অধিবেশন ডেকে কৃষি বিল বাতিল করা।” পাশাপাশি এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কৃষক নেতা গুরনাম চাদোনি বলেন, “যদি সরকার আমাদের দাবি না মেটায়, তাহলে আমাদের আরও কড়া পদক্ষেপ করতে হবে।”
Comments are closed.