“সাহস থাকলে নাম করে বলুন”, ভাইপো ইস্যুতে বিরোধীদের তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা: ‘ভাইপো’ রাজনীতি নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার সভা থেকে বিজেপি-কংগ্রেস-সিপিএমের দিকে আক্রমণ শানালেন অভিষেক। তিনি বলেন, “কংগ্রেস-সিপিএম- বিজেপি সবার আক্রমণের কেন্দ্রবিন্দু ভাইপো। কিন্তু কেউ নাম নিতে পারে না। বুকের পাটা থাকলে নাম নিয়ে দেখাক।
সম্প্রতি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে ‘ভাইপো’ বলে কটাক্ষ করেন। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিরোধীদের চ্যালেঞ্জ করে বলেন ‘ভাইপো’ না বলে নাম বলুন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়রা এই পরিপ্রেক্ষিতে জানান ‘ভাইপো’ কে তা রাজ্যের মানুষ সবাই জানেন।
সাতগাছিয়ার সভা থেকে সেই প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাইপো বলে আমাকে বারবার ডাকা হয়েছে। ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক। যিনি আমার নাম নিয়ে মিথ্যে কথা বলছেন, তাকে আমি আদালতের রাস্তা দেখিয়েছি। তাই বলছি যদি সাহস থাকে আমার নাম নিয়ে বলুন।”
এদিনের সভা থেকে অভিষেক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকেও জবাব দিয়েছেন অভিষেক। এদিনের সভায় তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসে রাতারাতি কেউ নেতা হয়নি। কর্মী হোক বা নেতা– কেউ প্যারাসুটে নামেননি, লিফটেও ওঠেননি।”
Comments are closed.