Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভবানীপুরে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি অর্জুন সিংয়ের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

বিধানসভা নির্বাচন আসন্ন রাজ্যে। হুগলি নদীর পারে নীল বাড়ি দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। চলছে বিশ্লেষণ‌। এই পরিস্থিতিতে শনিবার বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করলেন আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে পরাজিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘাঁটি। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ে এই মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ করলেন অর্জুন সিং, এমনটাই দাবি রাজনৈতিক মহলের।

 

গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ৪৭.৬৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯.২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বাম-কংগ্রেসের জোট প্রার্থী দীপা দাশমুন্সি। যদিও বিজেপি ছিল তৃতীয় স্থানে‌। ১৯.১৩ শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বসু। এহেন একটি আসনে মুখ্যমন্ত্রীকে পরাজিত করা কার্যত একটি কঠিন চ্যালেঞ্জ বলেই রাজনৈতিক মহলের মত। যদিও এবার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটের হাওয়া সেই কঠিন কাজকে অনেকটাই সহজ করে দেবে বলে মনে করছেন বিজেপি নেতারা।

- Sponsored -

গত লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। অন্যদিকে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেন অর্জুনের ছেলে তথা বিজেপি প্রার্থী পবন সিং। লোকসভা নির্বাচনে অর্জুন সিংয়ের জয়ের পর থেকেই একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। রাজ্যের শাসক-বিরোধী বাকযুদ্ধে বারবার শিরোনামে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ এই বিধানসভা কেন্দ্রটি। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে কেন্দ্র ও রাজ্যের শাসক দল।

তৃণমূলের অভিযোগ অর্জুন সিং জেতার ফলে ভাটপাড়া বারে বারে উত্তপ্ত হয়েছে‌। বিজেপিকে ভোট দিলে রাজ্যের সমস্ত এলাকায় ভাটপাড়ার মতো হিংসা ছড়াবে বলে মন্তব্য করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যদিও সেই মন্তব্য খারিজ করে দিয়ে অর্জুন সিং বলেন, “তার মানে রাজ্যের মানুষকে ভাটপাড়ার নামে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করতে গিয়েই রাজ্যে তৃণমূল কংগ্রেস ১৮টা আসন হারিয়েছে বলে মন্তব্য করেন এই বিজেপি সাংসদ। দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়‌। শনিবার দিল্লিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগেন অর্জুন সিং। তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন আন্দোলন করেছেন?” একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে মুখ্যমন্ত্রী তাঁর ছেলে পবন সিংয়ের কাছে পরাজিত হবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন অর্জুন সিং।

দু’দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামী। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাবেন বলে সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে ভাঙিয়ে দলে টানার কৌশল নিয়েছে বিজেপি। তার মধ্যেই অর্জুন সিংয়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.