প্রাইমারিতে শিক্ষক নিয়োগে অনিয়ম! মামলাকারীদের জয় কলকাতা হাইকোর্টে
রূপম চট্টোপাধ্যায়
প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের নোটিশ জারি হতেই অনিয়মের অভিযোগ উঠেছিল। কারণ ২০১৪ সালে প্রাইমারি স্কুলে নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তাতে ৬টি প্রশ্ন ভুল ছিল। এই ভুল আদালতেও আগেই স্বীকৃতি পেয়েছিল। এই মামলার ফলে যে প্রার্থীরা ৬ নম্বর পর্যন্ত কম পেয়ে কৃতকার্য হতে পারেনি তাঁদের সফল প্রার্থী হিসেবে গণ্য করতে হবে, এই দাবি মান্যতা পেল হাইকোর্টে।
শুক্রবার হাইকোর্ট জানিয়েদিল মামলাকারী ২০০ প্রার্থীকে চাকরিতে আবেদন করতে দিতে হবে। সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে না পারলে সরাসরি আবেদন পত্র জমা দেওয়া যাবে। তবে রায়ের ফলে শুধুমাত্র এই মামলায় যুক্ত ২০০ প্রার্থীই চাকরির প্রক্রিয়ায় বিবেচিত হবেন। বাকি প্রার্থী যাঁরা ওই ভুল প্রশ্নের গেরোয় পাস করতে পারেননি তাদের একটি পৃথক মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন।
গত ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে ট্রেনিং শেষে যারা শংসাপত্র পায়নি তাদেরও নিয়োগের কথা বলা হয়েছে। অথচ এনসিআরটি এই নিয়োগের জন্য ট্রেনিং শেষ করে শংসাপত্রধারীদের নিয়োগের কথাই বলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রাইমারিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ঘোষণায় ১৬,৫০০ শিক্ষক নিয়োগের কথা বললেও জারি হওয়া বিজ্ঞপ্তিতে শূন্য পদের কোনও উল্লেখ নেই। এমন নানা অসঙ্গতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন মামলাকারীরা।এদিন হাইকোর্টে প্রার্থীদের পক্ষে আইনজীবী ছিলেন বিক্রম ব্যানার্জি ও সুদীপ্ত দাশগুপ্ত।
Comments are closed.