রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ শুভেন্দু অধিকারীর
নিজস্ব সংবাদদাতা: বড়সড় ধাক্কা রাজ্য মন্ত্রিসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, “রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।” সেই চিঠির কপি রাজ্যপাল জগদীপ ধনকরকেও ইমেলে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন রাজ্যপাল ইতিমধ্যেই।
সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর আগামীকাল শনিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারেই কথাবার্তা বলতে দিল্লিতে যাচ্ছেন তিনি বলেই রাজনৈতিক মহলের খবর।
Comments are closed.