প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা, শোকের ছায়া বিশ্বজুড়ে
শুভাশিস মণ্ডল
প্রয়াত ৮৬-র বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার অধিনায়ক দিয়েগো মারাদোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। চলতি মাসেই মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচার হয় ফুটবলের এই রাজপুত্রের। সেই অস্ত্রোপচার সফল হয়। কিন্তু তারপরেও শেষরক্ষা হল না। বুধবার বুয়েনাস এয়ার্সে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল জগৎকে বিদায় জানালেন রাজপুত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিশ্বজুড়ে।
মারাদোনার ফুটবল জীবন বর্ণময়। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ফুটবল-বিশ্ব পেয়ে যায় এক জাদুকরকে। তাঁর বাঁ পায়ের দুরন্ত ড্রিবলিং তামাম ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। ৮৬-র বিশ্বকাপে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক মারাদোনা।
৮৬-তে তাঁর ‘হ্যান্ড অফ গড’ গোলের জন্য বিশ্বজুড়ে সমালোচিত হন তিনি। ১৯৮২-তে প্রথম বিশ্বকাপ খেলেন মারাদোনা। ৮৬, ৯০, ৯৪ সালে বিশ্বকাপ খেলেন তিনি।
আর্জেন্তিনার হয়ে ৯১টা ম্যাচে ৩৪টা গোল করেন ফুটবলের রাজপুত্র। খেলেছেন বার্সেলোনা, বোকা জুনিয়ার্স, সেভিলা, নাপোলির মতো ক্লাবে। পেয়েছেন চারবার “ফুটবলার অফ দ্য ইয়ার”-এর পুরস্কার। ১৯৯৭ সালে ফুটবলকে বিদায় জানান মারাদোনা। এরপর ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্তিনা জাতীয় দলের কোচ ছিলেন তিনি।
বিতর্কও পিছু ছাড়েনি ফুটবলের রাজপুত্রকে। ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে ডোপ পরীক্ষায় ধরা পড়ার পর দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় মারাদোনাকে। এরপর অতিরিক্ত মদ্যপান ও মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়েন ফুটবলের ঈশ্বর। এর ফলে স্থূলত্ব একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় মারাদোনার। মাদকাসক্ত থেকে মুক্তি পেতে ২০০৭ থেকে চিকিৎসাও করেছিলেন তিনি।
Comments are closed.