করোনায় আক্রান্ত বিরোধী দলনেতা আব্দুল মান্নান, ভর্তি হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা: করোনায় আক্রান্ত রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি বিরোধী দলনেতা। সম্প্রতি দার্জিলিংয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন আব্দুল মান্নান। সেখান থেকে ফিরে এসেই এমএলএ হস্টেলে ছিলেন তিনি। এখানেই শরীর অসুস্থ হলে অন্যান্য শারীরিক পরীক্ষার সঙ্গে করোনা টেস্ট করা হয় তাঁর। মঙ্গলবার রাতে সেই রিপোর্ট আসলে দেখা যায় কোভিড পজিটিভ মান্নান সাহেব।
হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ রয়েছে বর্ষীয়ান এই কংগ্রেস বিধায়কের। এছাড়া হাই সুগার-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। কো-মর্বিডিটিজনিত সমস্যায় যেহেতু তিনি আক্রান্ত তাই চিকিৎসকরা যথেষ্টই চিন্তিত রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আব্দুল মান্নানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন পরিবার পরিজন এবং গুণমুগ্ধরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগী ও সহকর্মীরা।
Comments are closed.