Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

২৬ নভেম্বরের ধর্মঘটে জনজীবন সচল রাখতে সচেষ্ট রাজ্য সরকার

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকা সাধারণ ধর্মঘটের দিন জনজীবন সচল রাখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। অন্যান্য দিনের মতোই রাস্তায় নামবে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বাস। রাস্তায় নামবে ট্যাক্সি-অটোও। প্রতিবারের মতো এবারেও রাজ্য সরকার বাস-ট্যাক্সি-অটোর মালিকদের বিমার আশ্বাস দিয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় রাস্তায় নামবে পর্যাপ্ত পুলিশ বাহিনীও।

- Sponsored -

২৬ নভেম্বর কেন্দ্রের কৃষক বিরোধী আইন ও কেন্দ্রের বিভিন্ন নীতি বাতিল-সহ ব্যাঙ্ক-বিমা রেল বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বামপন্থী সংগঠন। ধর্মঘটে সামিল হচ্ছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনও। তবে ধর্মঘটে অংশ নিচ্ছে না বিজেপির মজদুর ইউনিয়ন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.