প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, শোকের ছায়া রাজনৈতিক মহলে
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সংসদ আহমেদ প্যাটেল। নয়াদিল্লির মেদান্ত হাসপাতালে বুধবার ভোর তিনটে নাগাদ প্রয়াত হন এই কংগ্রেস নেতা। করোনায় আক্রান্ত হয়েছিলেন গান্ধি পরিবারের ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। মেদান্ত হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল এই প্রবীণ নেতার। আহমেদ প্যাটেলের মৃত্যুর খবর ট্যুইট করে জানিয়েছেন তাঁর পুত্র ফৈজল প্যাটেল। ট্যুইটে তিনি জানিয়েছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বাবা আহমেদ প্যাটেল ২৫ নভেম্বর ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হয়েছেন। প্রায় দেড় মাস আগে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই বিভিন্ন অঙ্গ বিকল হওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।”
আহমেদ প্যাটেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। এক শোকবার্তায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি জানান, “বিশ্বস্ত সহকর্মী এবং বন্ধুকে হারালাম। এই ক্ষতি অপূরণীয়।” শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি-সহ একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন, “আহমেদ প্যাটেলজির প্রয়াণে শোকাহত। সমাজের সেবায় জীবনের বহু বছর কাটিয়েছেন তিনি। কংগ্রেসের দলকে পোক্ত করতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আহমেদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।”
এদিকে আহমেদ পাটেল যেহেতু করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তাই ছেলে ফৈজল সকলকে অনুরোধ করেছেন করোনা স্বাস্থ্যবিধি বজায় রেখে আহমেদের শেষকৃত্যে জমায়েত না করার জন্যে।
Comments are closed.